দণ্ডে দণ্ডে যত স্নেহ করিলা আমারে।
আমি কোটী-কল্পেও নারিব শোধিবারে।
শ্রীগৌরসুন্দর বিদায়কালে জননীকে বলিলেন,—“তুমি আমার সেবা-ব্যতীত নিজ-সুখের জন্য কিছুই কর নাই, সুতরাং আমি কোটি কল্পেও তোমার ঋণ পরিশোধ করিতে পারিব না।’’ নিত্যা জননীকে নিত্যবিগ্রহ শ্রীগৌরসুন্দর কখনও পরিত্যাগ করেন না। অপ্রাকৃত বাৎসল্য-রসের আশ্রয়-বিগ্রহ শ্রীশচীদেবী এজন্যই অপ্রকট নিত্য লীলায় শ্রীগৌরসুন্দরের বাৎসল্য-রসের আশ্রয়-বিগ্রহ। তাঁহার সঙ্গ তিনি এক মুহূর্তের জন্যও পরিত্যাগ করেন না।