যোগনিদ্রা প্রতি দৃষ্টি করিলা ঈশ্বর।
নিকটে শুইলা হরিদাস গদাধর।
শ্রীধরের শেষভিক্ষা লাউ ও অপর ভাগ্যবানের দুগ্ধে দুগ্ধলাউ -রন্ধন শ্রীশচীদেবী করিলেন। উহা গ্রহণ করিয়া দ্বিতীয় প্রহর রাত্রিতে গৌরসুন্দর স্বীয় শয়ন-গৃহে গমন করিলেন। তাঁহার নিদ্রাকালে গৃহের সন্নিহিত-স্থানে গদাধর পণ্ডিতও শয়ন করিলেন। যোগনিদ্রায় সকলেই আচ্ছন্ন হইয়া বিশ্রাম করিতে লাগিলেন।