মুখেহ যে জন বলে ‘নিত্যানন্দ-দাস’।সে অবশ্য দেখিবেক চৈতন্য-প্রকাশ।
আদিমূল শ্রীগুরু-বিগ্রহ শ্রীনিত্যানন্দের ভৃত্যবুদ্ধি লাভ করিয়াও বাহিরে গুরুদাস বলিয়া স্বীকার করিলে তাঁহার চৈতন্য প্রকাশ-মূর্তির অবশ্য দর্শনলাভ ঘটিবে।