গ্রন্থকারের সর্ববৈষ্ণব-চরণে প্রণামপূর্বক স্বদৈন্য প্রকাশ-মুখে মধ্যলীলার উপসংহার—
সর্ব-বৈষ্ণবের পা’য়ে মোর নমস্কার।ইথে অপরাধ কিছু না লবে আমার।