নিত্যানন্দই চৈতন্যের সম্যগ্ জ্ঞাতা, তাঁহার আদেশে গ্রন্থকারের চৈতন্যচরিত-রচনা—
আর কত লীলা-রস হইল সেই স্থানে।নিত্যানন্দ-স্বরূপে সে সব তত্ত্ব জানে।