প্রভুর অনুচর-সহ অবস্থান, বহু লোকের মাল্য-চন্দন-হস্তে প্রভুর দর্শনার্থ আগমন ও প্রভুপদে প্রণাম—
আসিয়া বসিলা গৃহে শ্রীগৌর-সুন্দর।চতুর্দিকে বসিলেন সব অনুচর।