ভারতী-কর্তৃক প্রভুর নামকরণ ও তদর্থ প্রকাশ—
পাইয়া উচিত নাম কেশব-ভারতী।প্রভু-বক্ষে হস্ত দিয়া বলে শুদ্ধ-মতি।
অপরা বিদ্যা-বাণীকে ‘দুষ্টা সরস্বতী’ বলে। যে সময়ে সেবোম্মুখিনী বার্তা আবির্ভূতা হন, তৎকালে বাণী ভগবৎসেবাতেই নিযুক্ত থাকেন।