প্রভুর সন্ন্যাস-বেশে মহাভারতের শ্লোকের যথার্থ্য-স্থাপন—
পরিলেন অরুণ বসন-মনোহর।তাহাতে হইলা কোটি-কন্দর্প-সুন্দর।