ছলে প্রভু কৃপা করি’ তাঁ’রে শিষ্য কৈল।
ভারতীর চিত্তে মহা-বিস্ময় জন্মিল।
ভগবান্ শ্রীগৌরসুন্দর ছন্ন অবতারী; সাধারণকে তিনি নিজের কোন কথা জানাইয়া বুঝিতে দেন না। ভারতীকে প্রথমে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করিয়া সেই মন্ত্র শিষ্যাভিনয়ে লোকশিক্ষার জন্য তাঁহা হইতে গ্রহণ করিলেন।