প্রভুর ছলপূর্বক ভারতীর কর্ণে মন্ত্র প্রদান ও লোকশিক্ষার্থ তাঁহা হইতে মন্ত্র-গ্ৰহণাভিনয়—
‘সর্বশিক্ষা-গুরু গৌরচন্দ্র’ বেদে বলে।কেশবভারতী-স্থানে তাহা কহে ছলে।