প্রভুর প্রেমবিহ্বল ভাব ও ক্ষৌর-কার্যে নাপিতের অসামর্থ্য—
প্রেম-রসে পরম চঞ্চল গৌরচন্দ্র।স্থির নহে নিরবধি ভাব অশ্রু কম্প।