নাপিতের মুণ্ডনার্থ উপক্ৰম-দর্শনে সকলের ক্রন্দন এবং নাপিতেরও অশ্রু বিসর্জন—
নাপিত বসিলা আসি সম্মুখে যখনে।ক্রন্দনের কলরব উঠিল তখনে।