তবে তুমি লোকশিক্ষা-নিমিত্ত কারণে।
করিবা আমারে গুরু হেন লয় মনে।”
কেশবভারতী মহাপ্রভুকে বলিলেন,—‘লোকশিক্ষার জন্য তুমি গুরুকরণ-প্রথার আদর করিতেছ—ইহাই আমি বুঝিলাম।’ তদুত্তরে মহাপ্রভু বলিলেন—“মোহিনী মায়ার দ্বারা আমাকে প্রতারিত করিবেন না। যে প্রকারে কৃষ্ণ-সেবক হইতে পারি, সে প্রকার দিব্য জ্ঞান দান করিয়া সকল পাপ-পুণ্য হরণ করুন।’’