কোন্ পুণ্যবতী হেন পাইলেক নিধি।
কোন্ বা দারুণ দোষে হরিলেক বিধি।
বিষ্ণুপ্রিয়াকে লক্ষ্য করিয়া বিচারকগণ বলিতে লাগিলেন, শ্রীগৌরসুন্দরকে পতিরূপে লাভ করায় তাঁহার পরম সৌভাগ্য লাভ ঘটিয়াছিল। আবার শ্রীগৌরসুন্দর সন্ন্যাস গ্রহণ করিতেছেন জানিয়া বলিলেন,-বিষ্ণুপ্রিয়া দেবী এমন কি অপরাধ করিয়াছেন যে, বিধি তাঁহার প্রাপ্ত ধন হরণ করিলেন।