অনন্ত ব্রহ্মাণ্ড-নাথ নিজ-দাস্য-ভাবে।দন্তে তৃণ করি’ সবা-স্থানে দাস্য মাগে।
অভিন্ন-ব্রজেন্দ্র-নন্দন চতুর্দশ ব্রহ্মাণ্ডের পতি ও স্বয়ংরূপ কুক্ষ হইয়াও লোকশিক্ষার জন্য অত্যন্ত বিনয় নম্রবিচারে কৃষ্ণের দাস্য ও ভক্ত-সেবা প্রার্থনা করিতেছেন।