প্রভুর অদ্ভুত প্রেমভাব-দর্শনে ও সন্ন্যাস-বার্তা-শ্রবণে সকলের ক্রন্দন—
অকথ্য অদ্ভুত ধারা প্রভুর নয়নে।তাহা না কহিতে পারে ‘অনন্ত’ বদনে।