বহুলোকের প্রভু-দর্শনে আগমন ও নির্নিমেষ-নয়নে প্রভু-দর্শন—
অর্বুদ অর্বুদ লোক শুনি’ সেইক্ষণে।আসিয়া মিলিলা নাহি জানি কোথা হনে।