প্রভুর প্রেমবিকার ও মুকুন্দাদির কীর্তন—
প্রেম-জলে অঙ্গ ভাসে প্রভুর কহিতে।হুঙ্কার করিয়া শেষে লাগিলা নাচিতে।