কৃষ্ণ-দাস্য বিনু মোর নহে কিছু আন।
হেন উপদেশ তুমি মোরে দেহ’ দান।
শ্রীকেশবভারতীকে কেহ কেহ শ্ৰীল মাধবেন্দ্রপুরীর শিষ্য জ্ঞান করেন। শ্রীগৌরসুন্দর কেশব ভারতীকে বলিলেন,—“তুমি কৃষ্ণচন্দ্রকে নিজ প্রভু বলিয়া তোমার হৃদয়ে বসাইয়াছ। আমি অন্য কোন চেষ্টা চাই না, কৃষ্ণ আমার কেবল সেবা গ্রহণ করুন —ইহাই চাই, তুমি আমাকে ঐই কৃপানুগ্রহ দান কর।