‘ইন্দ্রাণী’ নিকটে কাটোঞা-নামে গ্রাম।
তথা আছে কেশব ভারতী শুদ্ধ নাম।
ইন্দ্রাণী—তৎকালপ্রচলিত প্রসিদ্ধ স্থান॥ বর্তমান কাটোয়ার সমীপে ‘ইন্দ্রাণী-পরগণা’র অবস্থিতি ॥১০॥
কাটোঞা (কাঁটোয়া)—এই স্থানে বর্তমানকালে বর্ধমান জেলার তন্নামক একটি মহকুমা-কেন্দ্র অবস্থিত; ‘ব্যাণ্ডেল বারহারওয়া’ লাইনে এই নামে একটি রেলওয়ে ষ্টেশন আছে। এই স্থানটি এখন গঙ্গাতটে অবস্থিত ॥১০॥
কেশব ভারতী —জনৈক সন্ন্যাসী; তিনি সন্ন্যাসগুরুর কার্য করিতেন। বিষ্ণুস্বামীর অতীব প্রাচীন সম্প্রদায়ের অষ্টোত্তর শত সাম্প্রদায়িক সন্ন্যাস নামের প্রথা প্রবর্তিত ছিল। পরবর্তিকালে কেবলাদ্বৈতবাদী শ্ৰীশঙ্করাচার্য তন্মধ্য হইতে দশনামি-সন্ন্যাসি সম্প্রদায়ের প্রবর্তক হইয়াছিলেন। তন্মধ্যে ‘ভারতী’—একটি সাম্প্রদায়িক সন্ন্যাস নাম। কথিত আছে যে, দাক্ষিণাত্য শৃঙ্গেরী মঠ হইতে দশনামীয় তিন প্রকার সন্ন্যাসী—সরস্বতী, ভারতী ও পুরী-নামধারী যতিগণ উদ্ভূত হইয়াছেন। সরস্বতী সম্প্রদায় শ্রেষ্ঠ, ভারতী-সম্প্রদায় মধ্যম ও পুরী-সম্প্রদায় সাধারণ। ব্যক্তিগত নাম-কেশব, শ্রেণীগত পরিচয় ভারতী। বর্তমান-কালেও ‘কেশব ভারতীর বংশ’ বলিয়া অনেকেই পরিচয় দিয়া থাকেন। ‘বৈষ্ণবমঞ্জুষা-সমাহৃতি’-মধ্যে এই সকল কথা বিস্তৃতভাবে বর্ণিত আছে ॥১০॥