আরো দুই জন্ম এই সংকীর্তনারম্ভে।
হইব তোমার পুত্র আমি অবিলম্বে।
অর্চা-মূর্তি মৃন্ময়ী প্রভৃতি হইয়া থাকে আর ভগবন্নাম শব্দাত্মক, সুতরাং শচীনন্দনের দুই অবতার-—অর্চাবতার ও নামাবতার। “কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার” (চৈঃ চঃ আদি ১৭/২২) ইহাই গৌরসুন্দরের বাণী ।অর্চা-বিগ্রহ শ্রীস্বরূপ ও শ্রীনামের সহিত অভিন্ন—“নাম, বিগ্রহ, স্বরূপ তিন একরূপ। তিনে ভেদ নাহি, —তিন চিদানন্দ-রূপ।’’ (চৈঃ চঃ মধ্য ১৭অঃ)।