তুমি ধর্ম-ময় যদি জননী ছাড়িবা।
কেমতে জগতে তমি ধর্ম বুঝাইবা?*।
শ্রীগৌরসুন্দর ধর্মের উপদেশ ও ধর্মময়, সুতরাং জননী-সেবা পরিহার করিয়া ধর্মের অবস্থান কিরূপে হইবে, শচীদেবী তাহা জানিতে চাহিলেন। “স বৈ পুংসাং পরো ধর্মো” (ভাঃ ১।২।৬) এই বিচার শিক্ষা দিবার জন্য শচীমাতার মুখে এই প্রশ্নের উদয়। ভগবানে্র সেবা জাগতিক তৎকালিক ধর্ম অপেক্ষা অধিকতর প্রয়োজনীয়।