অমিয়া বরিষে যেন সুন্দর বচন।না দেখি বাঁচিব কি সে গজেন্দ্রগমন।
চন্দ্রের সহিত শ্রীগৌরহরির বদন, কুন্দপুষ্প ও মুক্তার সহিত তাহার বাক্যাবলীর এবং গজেন্দ্র-গমনের সহিত তাঁহার প্রতি পদক্ষেপে উপমিত হইয়াছে।