প্রভুর সন্ন্যাস-গ্রহণ বার্তায় ভক্তগণের দুঃখ ও প্রভুর প্রবোধ-দান-ছলে নিজ-রহস্য কথন—
এই মত অন্যোঽন্যে সর্বভক্তগণ।প্রভুর বিরহে সবে করেন ক্রন্দন।