পূর্বে যে গোপী-সব কৃষ্ণের বিরহে।
পায়েন মরণ ভয় চন্দ্রের উদয়ে।
শ্রীকৃষ্ণচন্দ্রের বদন-শশধরের অপ্রাপ্তি হেতু বিরহ কাতরা গোপীগণ যখন কৃষ্ণ-বদনচন্দ্রের সদৃশ গগনের চন্দ্রোদয় দেখিতেন, তখন তাঁহাদের যেরূপ কৃষ্ণ-বিগ্রহ-জনিত মৃত্যুপ্রভৃতি দশবিধ-দশা উৎপন্ন হইত, তদ্রূপ অপ্রাকৃত-ভাবশাবল্য-সমূহ গৌরসুন্দরে দৃষ্ট হইত।