প্রভুর গোপীভাবে বিপ্রলম্ভ-চেষ্টা-প্রদর্শন—
কখনো বা বিরহ প্রকাশ হেন হয়।অকথ্য অদ্ভুত প্রেম-সিন্ধু যেন বয়।
ব্রজবাসিনী গোপীগণের ভাবে বিভোর হইয়া মহাপ্রভু বিপ্রলম্ভ-চেষ্টা দেখাইতেন।