নিত্যানন্দ জানেন প্রভুর সমীহিত।ঘট ভরি’ গঙ্গাজল দেন সাবহিত।
শ্রীগৌরসুন্দরের উচ্চৈঃস্বরে “মদ্য আনয়ন কর’’ প্রভৃতি সম্যক্ চেষ্টাসমূহ নিত্যানন্দপ্রভু অবগত হইয়া ঘটপূর্ণ গঙ্গা-জল আনয়ন করিতেন। গঙ্গোদক অমৃত-সদৃশ ও ভক্তি-ভাবের উদ্দীপক।