এই সকল ভাব হই’ লুকায় তখনে।সবে না ঘুচিল রাম-ভাব চিরদিনে॥
অবতার-সমূহের দশ প্রকার ভাব মধ্যে মধ্যে প্রদর্শন করিয়া সকলগুলিই মহাপ্রভু সঙ্গোপন করিতেন; তন্মধ্যে ‘হলধর ভাব’টিকেই অনেক সময় প্রদর্শন করিতেন।