নবদ্বীপে তাঁর মত নাহি আঁখরিয়া।
প্রভুরে অনেক পুঁথি দিয়াছে লিখিয়া॥
আঁখরিয়া——লিপিকার; ‘আক্ষরিক’ শব্দজ। যখন এতদ্দেশে মুদ্রা-যন্ত্র ছিল না, তখন গ্রন্থাদি লিপিবদ্ধ করিয়া এক শ্রেণীর ব্যক্তি জীবিকা অর্জন নির্বাহ করিতেন। লোকে তাঁহা দিগকে ‘আঁখরিয়া’ বলিত।