ব্রহ্মাদির বন্দ্য-প্রভুর প্রসাদ-পাত্র ভক্তগণের শিরে ধারণ—
পাত্র লই’ ভৃত্যগণ ভুলিলা আনন্দে।ব্রহ্মা, শিব, অনন্ত যে পাত্র শিরে বন্দে॥
পাত্র—শ্রীমহাপ্রভুর অবশেষ-পাত্র।