Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 24

Language: বাংলা
Language: English Translation
  • ব্রহ্মাদির যজ্ঞভোক্তা শ্রীগৌরসুন্দর।
    শুক্লাম্বর-অন্ন খায়
    এ বড় দুষ্কর২৪

    যজ্ঞেশ্বর বিষ্ণু ব্রহ্মার পবিত্র যজ্ঞ ভোজন করিয়া থাকেন। শুক্লাম্বর ব্রহ্মচারী নানা স্থান হইতে ভিক্ষা সংগ্রহ করিতেন। বাহ্য দর্শনে সেই তণ্ডুলে স্পর্শ-দোষাদি বিজড়িত ছিল। ভিক্ষাদ্বারা অনেক সময় অক্ষত তণ্ডুল সংগৃহীত হয় না বলিয়া গৃহস্থগণ ভিক্ষুকের স্পৃষ্ট দ্রব্য গ্রহণ করেন না। অক্ষত তণ্ডুল স্পর্শদোষদৃষ্ট তণ্ডুল অপেক্ষা পবিত্র বটে কিন্তু ভিক্ষালব্ধ তণ্ডুল তদপেক্ষা আরও পবিত্র; যে হেতু উহা ভগবৎকৃপা-লব্ধ দান মাত্র। আপাতদর্শনে তাহাতে স্পর্শ-দোষাদির বা মর্যাদা-পথের লঙ্‌ঘন দৃষ্টহয় বটে; কিন্তু শ্রীগৌরসুন্দরের প্রবর্তিত বিচারে মহাপ্রসাদে হৃদয়ের পবিত্রতাই প্রধান প্রয়োজনীয় বিষয়G

Page execution time: 0.053848028183 sec