প্রভুর শুক্লাম্বর-গৃহে আগমন ও অন্ন-ভোজন করিতে করিতে স্বাদুতার প্রশংসা—
ততক্ষণে সর্বামৃত হইল সে অন্ন।স্নান করি’ প্রভু আসি হৈলা উপসন্ন॥