গদাধর-সমীপে প্রভুর গমন ও সন্ন্যাস বার্তা-কথন, তদুত্তরে গদাধরের অভিমানোক্তি—
মুকুন্দের বাক্য শুনি’ শ্রীগৌর-সুন্দর।চলিলেন যথায় আছেন গদাধর।