প্রভুর মুকুন্দ-গৃহে গমন ও কীর্তনান্তে মুকুন্দ-সমীপে নিজাভিলাষ জ্ঞাপন—
মুকুন্দের বাসায় আইলা গৌরচন্দ্র।দেখিয়া মুকুন্দ হৈলা পরম-আনন্দ।