পড়ুয়ার পলায়ন ও নিজ-সঙ্গীদিগের নিকট সম্যক্ বর্ণন—
সত্বরে চলিলা যথা পড়ুয়ার গণ।সর্ব-অঙ্গে ঘর্ম, শ্বাস বহে ঘনে ঘন।