আমি, নিত্যানন্দ—দুই নন্দন তোমার।
চিত্তে তুমি ব্যথা কিছু না ভাবিহ আর॥
শ্রীগৌরসুন্দর শ্রীবাসপণ্ডিতকে বলিলেন, ভগবদ্ভক্তের সংসারে কোন সম্বন্ধ কোনদিনই থাকে না। অনভিজ্ঞ জনগণের দর্শনে শ্রীবাসপণ্ডিত গৃহস্থ ও সংসারী; কিন্তু ভগবদ্ভক্তগণ শ্রীবাসপণ্ডিতকে ভ্রমক্রমেও সেইরূপ অমঙ্গলের বিষয় বলিয়া দেখেন না। যাঁহারা ভগবদ্ভক্ত দর্শন করিতে অভ্যস্থ হইয়াছেন, তাঁহাদের কোন সংসার বন্ধন নাই। স্বামি-স্ত্রী পুত্রাদি সংসারের পরম প্রয়োজনীয় বস্ত্রর অভাবের মোচনকল্পে ভগবান্কে তত্তৎস্থলে জানিতে পারিলেই নিত্যবস্তুর সান্নিধ্য লাভ হয়। সকল বস্তুতে ভগবদ্ভাব দর্শন করিলেই জীবের বদ্ধদশা হইতে বিমুক্তি ঘটে।