শিশু বলে,—“প্রভু, যেন নির্ব্বন্ধ তোমার।
অন্যথা করয়ে শক্তি আছয়ে কাহার?’॥
ভগবান্ যাহার প্রতি যেরূপ বিধান করেন, সেরূপ বিচারে অনুগমন করাই পরম প্রয়োজন; নতুবা স্বেচ্ছাচারিতা-বশে ভগবন্নিয়তিকে অসম্মান করিয়া স্বীয় যথেচ্ছাচারিতার পরিচয় দিলে কি সুবিধা হইবে? এবং অন্য কাহারও সাধ্যও নাই যে ভগবদিচ্ছার বিরুদ্ধে কার্য করিতে পারেন।