“পুত্র-শোক না জানিল যে মোহার প্রেমে।
হেন সব সঙ্গ মুঞি ছাড়িব কেমনে॥
গৃহস্থগণ সংসারে অমঙ্গল উপস্থিত হইলে শোকে অধীর হন, বিশেষতঃ গৃহস্থের প্রাণাধিক পুত্রের বিরহে যে অভাবজন্য শোক উপস্থিত হয় ভগবানের সান্নিধ্য-বিচারে তাহাতে শ্রীবাস মুগ্ধ হন নাই। সুতরাং ভগবদ্ভক্তকে প্রাকৃত-ব্যক্তি জ্ঞানে সমশ্রেণীতে গণনা করা যায় না। যিনি সর্বতোভাবে কৃষ্ণপ্রেমে উন্মত্ত, তাঁহার কৃষ্ণেতর বস্তুতে প্রীতি সম্ভাবনা নাই। শ্রীগৌরসুন্দর শ্রীনবদ্বীপ নগরের বন্ধুবর্গের প্রধান শ্রীবাস পণ্ডিতের প্রেমনিষ্ঠার পরাকাষ্ঠাদর্শনে তাঁহার সঙ্গ ছাড়িয়া অন্যত্র যাইতে ইচ্ছা করেন নাই।