প্রভুর স্বানুভাবানন্দে নৃত্য—
স্বানুভাবানন্দে নৃত্য করে গৌরচন্দ্র।
কতক্ষণে রহিলেন লই’ ভক্তবৃন্দ॥
স্বানুভাবানন্দ,—চেতনময় রাজ্যে জ্ঞেয়বস্তু কৃষ্ণপ্রেমের অনুভূতি অনুভবকারী, অনুভবনীয় ব্যাপার ও অনুভূতি—এই ত্রিবিধ বিচিত্র বিলাসে অর্থাৎ সচ্চিদানন্দানুভূতিতে দৃষ্ট হয়।