যদি বা সংসার-ধর্মে নার’ সম্বরিতে।
বিলম্বে কান্দিহ, যা’র যেই লয় চিত্তে॥
মায়াবদ্ধ জীব সাংসারিক বিচারে পুত্রের মৃত্যুসংবাদে দুঃখিত হইয়া ক্রন্দন করে। শ্রীবাস এই প্রকার মায়িক ব্যবহার-সমূহ শ্রীগৌরসুন্দরের কীর্তন-মুখে নৃত্যাদির সময় প্রভুর প্রেমানন্দের ব্যাঘাত হইবে বিবেচনা করিয়া এতাদৃশ মায়িক ব্যবহার কিছুক্ষণের জন্য স্তব্ধ করিতে বলিলেন।