কৃষ্ণভক্তকে নিম্নাবস্থানে অবস্থিত বিবেচনাকারী বৃথা অভিমানী অপেক্ষা ভক্তগৃহের দাসীর সৌভাগ্যাধিক্য—
দাসী হই’ যে প্রসাদ ‘দুঃখীরে হইল।
বৃথা-অভিমানী সব তাহা না দেখিল॥
শ্রীবাসগৃহের পরিচারিকা হইয়া দুঃখী শ্রীগৌরসুন্দরের জন্য গঙ্গোদক আনিয়া দিয়া ভগবানের প্রতি উৎপাদন করিয়াছিলেন। তদনুষ্ঠান-ফলে ভগবান্ তাঁহার প্রতি প্রসন্ন হইয়া পুণ্যবতী ‘দুঃখী’কে ‘সুখি’ নামে অভিহিত করেন। এই সকল অনুষ্ঠান ‘বেদশাস্ত্র’ ও ‘ভাগবত’ প্রভৃতিতে বর্ণিত তত্ত্বসমূহেরই উদাহরণ। পরিদর্শন-সম্প্রদায় দূর হইতে বিচার করিতে গিয়া ভগবানের প্রেমনিষ্ঠ ভক্তগণের নিম্নাবস্থান বিবেচনা করিলে তাহাদের বৃথা অভিমান মাত্র হয়।