কৃষ্ণসেবা-চেষ্টাহীন সন্ন্যাস বা প্রায়শ্চিত্তাদি যম যাতনা-নিবারণে অসমর্থ—
প্রেমযোগে সেবা করিলেই কৃষ্ণ পাই॥
মাথা মুড়াইলে যমদণ্ড না এড়াই॥
বাহিরের দিকে সন্ন্যাস গ্রহণ করিলে অথবা নিজকৃত পাপের প্রায়শ্চিত্ত করিলে যমদণ্ড হইতে পরিত্রাণ পাওয়া যায় না। কৃষ্ণের প্রীতি অর্জন করিবার উদ্দেশ্যে সেবা করিলেই কৃষ্ণপ্রাপ্তি ঘটে।