Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 1

Language: বাংলা
Language: English Translation
  • সগোষ্ঠী চৈতন্যদেবের জয়গান—

    জয় জয় সর্বলোকনাথ গৌরচন্দ্র।
    জয় বিপ্র-বেদ-ধর্ম-ন্যাসীর মহেন্দ্র

    সর্বলোকনাথ,—পুরুষোত্তম শ্রীগৌরসুন্দর চতুর্দশ-লোকের নাথসমূহের একমাত্র পূজ্যবিগ্রহ এবং তিনিই সকল জগতের একমাত্র নাথ বা পতি।

    বিপ্র-মহেন্দ্র, —ভগবানের জীবশক্তিতে প্রাধান্য দৃষ্ট হইলে তাহাকে ‘ইন্দ্র’ বলে; যাবতীয় বর্ণের গুরু ‘বিপ্র’। বিপ্রসজ্জায় যিনি ‘ইন্দ্র’ বলিয়া পরিচিত, তন্মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ।

    বেদ-মহেন্দ্র,—বেদপুরুষ ইন্দ্রগণের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ। ধর্ম-মহেন্দ্র—ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বর্গগণ—ইন্দ্রসদৃশ। তদরিক্ত পরধর্মমূর্তি অধোক্ষজ-সেবা-ধর্মের প্রবর্তক।

    ন্যাসি-মহেন্দ্র, কর্মি সন্ন্যাসী, জ্ঞানি-সন্ন্যাসী ও যোগী সন্ন্যাসী প্রভৃতি ইন্দ্রতুল্য শ্রেষ্ঠ; শ্রীগৌরসুন্দর ফল্গুবৈরাগ্যের অকর্মন্যতা ও যুক্তবৈরাগ্যের তারতম্য-প্রদর্শক বলিয়া তিনি ‘ন্যাসি-মহেন্দ্র’।

Page execution time: 0.0374999046326 sec