Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 99

Language: বাংলা
Language: English Translation
  • ঈশ্বরে সে ঈশ্বরের কলহের পাত্র।
    কে বুঝিবে বিষ্ণু-বৈষ্ণবের লীলা মাত্র

    বিষ্ণু বা তাঁহার নিত্য ভৃত্য বৈষ্ণবগণ, সকলেই ঈশ্বর বা প্রভু। দাসগণ তাহা বুঝিয়া উঠিতে পারে না। বিষ্ণুর প্রকাশ-বিশেষ পরস্পরের মধ্যে যে বৈষম্য উৎপাদন করিয়া ভেদ প্রতিপাদন করে, অথবা বৈষ্ণবগণের মধ্যে ভগবৎপ্রেম-বর্ধনের নিমিত্ত যে বিবাদের ছলনা দেখা যায়, সেই সকল কথা সাধারণ কর্মফল-বাধ্য ব্যক্তিগণের সমতা-বোধক নহে। বিষ্ণু ও বৈষ্ণব—কর্মফল বাধ্য জীবের ঈশ্বর বা প্রভু; সুতরাং প্রভুর সহিত অপর বৈষ্ণব প্রভুর, শ্রীনিত্যানন্দের সহিত শ্ৰীঅদ্বৈতের যে সকল বিবাদ-প্রতিম কথায়, নির্বোধ সরলবুদ্ধি ব্যক্তিগণ অপর সাধারণ দৃষ্টান্তের সহিত সমজ্ঞান করিয়া নিন্দা-প্রশংসার মধ্যে প্রবেশ করেন; উহা তাহাদের মূর্খতা মাত্র।

Page execution time: 0.0342631340027 sec