শ্রীনিবাস পণ্ডিতের মূলে জাতি নাই।
কোথাকার অবধূত আনি’ দিলা ঠাঞি॥
শ্রীনিবাস পণ্ডিত তাঁহার অহর্নিশ ব্যবহারে প্রত্যেকের বৈষ্ণবতার আদর করেন, সুতরাং নির্বোধ স্মার্তগণের বৈদিক অনুশাসন সুষ্ঠুভাবে পালন না করায়, তাঁহার সামাজিক অধিষ্ঠান সর্বতোভাবে নির্মূলিত হইয়াছে, তজ্জন্যই অজ্ঞাতকুলশীল শ্রীনিত্যানন্দ প্রভুকে ‘অবধূত’ বলিয়া গ্রহণ পূর্বক সামাজিকগণের নিকট স্থাপিত করিয়াছেন। সামাজিক জাতিগত অনুষ্ঠান পরিহার করিয়া ভগবদ্ভক্তিতে অগ্রসর হওয়া সাংসারিক বিচারের প্রতিকূল।