কৃষ্ণনাম স্ফুর্তির অবস্থা—
‘কৃষ্ণ’ বলি’ কান্দিলে সে কৃষ্ণনাম মিলে।
ধনে কুলে কিছু নহে ‘কৃষ্ণ’ না ভজিলে॥
কৃষ্ণসেবা ব্যতীত প্রাকৃত-মর্যাদা-সম্পন্ন বংশ ও নানা প্রকার ঐশ্বর্য, সমস্তই অকিঞ্চিৎকর। নিরহঙ্কার চিত্তে, আর্দ্রূহৃদয়ে ‘কৃষ্ণ’ বলিয়া ডাকিতে ডাকিতে ‘কৃষ্ণ নাম’ ও ‘নামি-কৃষ্ণ’ অভিন্ন ইহা উপলব্ধি হইলে নামের নিত্যসেবা লাভ ঘটে। তর্কাহঙ্কার পীড়িত জনগণের দুঃখ জনিত ক্রন্দন দ্বারা ভক্তি লাভ হয় না, পরন্তু নিরহঙ্কার-জনগণের আর্দ্রচিত্তেই ভগবৎসেবোন্মুখতা প্রকাশিত হয়। উহার সহিত জড় জগতের প্রভুতা বা প্রভুত্ব-চ্যুত অবস্থার জন্য যে দুঃখের ক্রন্দন, তাহা এস্থলে অভিপ্রেত নহে; পরন্তু নিত্যাহ্লাদ-জনিত আনন্দোৎসরূপ ক্রন্দন বুঝিতে হইবে।