ত্রিবিধ ‘ভক্তি’ শব্দ সম্বন্ধাভিধেয়-প্রয়োজন উদ্দেশক—
ভক্তি-যোগ, ভক্তিযোগ, ভক্তি-যোগ-ধন।
‘ভক্তি' এই—কৃষ্ণ-নাম স্মরণ-ক্রন্দন॥
ভক্তিযোগ—প্রথমোক্ত ‘ভক্তি’ শব্দটী ‘সম্বন্ধ’ উদ্দেশ্য করিয়া লিখিত, দ্বিতীয়-বার ‘ভক্তি’ ‘অভিধেয়’ উদ্দেশ করিয়া এবং তৃতীয়বার ‘ভক্তি’ ‘প্রয়াজন’ উদ্দেশ করিয়া লিখিত॥ শ্রবণ, কীর্তন ও স্মরণ-মুখে মসৃণ-চিত্তে ভক্তি প্রকাশিত হন। কঠিন তর্কনিষ্ঠ-হৃদয়ে বা প্রভুত্বাকাঙ্ক্ষা থাকিলে সেবোন্মুখী বৃত্তি আত্মায় স্থান পায় না। অভক্তিযোগে আত্মবিকৃত ধর্মই প্রকাশিত।