অদ্বৈতের আর্তি দেখি’ ধরি’ তাঁর করে।দ্বার দিয়া বসিলেন গিয়া বিষ্ণু-ঘরে॥
বিষ্ণুঘরে—তৎকালে প্রত্যেক হিন্দুর গৃহে, প্রত্যেক ব্রাহ্মণের গৃহে ‘বিষ্ণুগৃহ’ ছিল। স্থানে স্থানে চণ্ডীমণ্ডপ প্রভৃতি বৈতানিক ধর্মানুষ্ঠানের স্থানও ছিল।