স্ত্রী-জিত হইয়া স্ত্রীর কাটে নাক কাণ।
লুব্ধকের প্রায় লৈল বালির পরাণ॥
“কৃষ্ণ—মহাদস্যূ; কৃষ্ণ—শঠ, ধৃষ্ট, ছলনাকারী; তাঁহার ভজন করা উচিত নহে; তিনি নগণ্য ব্যক্তি’—প্রভৃতি উক্তির দ্বারা ভগবান্ গৌরসুন্দর নির্বোধ জনগণকে সমুচিত দণ্ড বিধান ও কৃষ্ণভক্তগণকে অর্বাচীনগণের বুদ্ধির দারিদ্র্য জ্ঞাপন করিয়াছেন। এতদ্দ্বারা শ্রদ্ধাবন্ত জীবগণের কৃষ্ণভজনের সুষ্ঠু অবস্থা-জ্ঞাপন ও বাম্যস্বভাব-প্রকটনলীলা অভিব্যক্ত করিয়াছেন।
তথ্য। ভাঃ ৯ম স্কন্ধ ১০ম অঃ ৯ম ও ১২শ শ্লোক দ্রষ্টব্য।