নগরিয়া-গুলা বলে,—“মাগি খাই মরে।
অকালেতে দুর্গোৎসব আনিলেক ঘরে॥”
বিষয়-সুখে ব্যস্ত নগরবাসী ব্যক্তিগণ বৈষ্ণবের নৃত্যকীর্তন-বাদনাদিকে নিজ সুখভোগের তৌর্যত্রিকআশয় বলিয়া ভ্রান্ত হওয়ায় কৃষ্ণসুখতাৎপর্যপর হরিকীর্তনাদিকেও মহামায়ার পূজায় জড়ানন্দ উপভোগ করিবার উপকরণের ন্যায় মনে করিতেছিল। তাহারা আরও বলে যে, নানাবৃত্তিজীবী কর্মঠ সম্প্রদায়ের বিচার ছাড়িয়া উহাদের দ্বারা প্রতিপালিত হইয়াও কীর্তনাদিকার্যে আমোদ-উপভোগ করা দরিদ্রগণের আদৌ কর্তব্য নহে। বৎসরের সকল দিন বিষয়-কার্যে ব্যয়িত করিয়া সংগৃহীত অর্থের দ্বারা আনন্দ-লাভের উদ্দেশ্যে দুর্গোৎসবোপলক্ষে যে বাদ্য নৃত্যামোদে কাল যাপিত হয় তাদৃশী অনুষ্ঠানাদি অন্য সময়ে করা যুক্তিসঙ্গ ত নয়।